১. ভিন্ডি দোপেঁয়াজি (bhindi do peyaji recipe in Bengali)
উপকরণ ( ৪ জন)
500 ঢেঁড়শ
2 টো বড় আলু
1/2 চা চামচ কালোজিরা
1 চা চামচ লঙ্কা বাটা
1/2 চা চামচ আদা বাটা
1/2 চা চামচ রসুন বাটা
2 টো পেঁয়াজ কুচি
1-2 টো পেঁয়াজ কুচি
স্বাদ মত নুন
প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
1 চা চামচ জিরে গুঁড়ো
1/2চা চামচ হলুদ
প্রয়োজন অনুযায়ী জল
1 টা টমেটো কুচি
প্রনালীঃ
আলু ও ঢেড়শ লম্বা করে কেটে নিতে হবে।
দুটো পিঁয়াজ কুচিয়ে নিতে হবে ও দুটো পিঁয়াজ স্লাইস করে নিতে হবে।
কড়াইতে তেল গরম করে কালোজিরা ফোরণ দিয়ে আলু ও ঢেঁড়শ আলাদা করে ভেজে তুলে রাখতে হবে।
এরপর আরো একটু তেল দিয়ে ওই তেলে পিঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।
ভাজা হয়েগেলে আদা রসুন বাটা,জিরেগুড়ো,লংকাবাটা,হলুদ ও নুন দিয়ে কষাতে হবে।
মশলা কষে গেলে ভাজা আলু ও ঢেঁড়শ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে পিঁয়াজের স্লাইস গুলো দিয়ে মিশিয়ে নিয়ে পরিমান মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
আলু ও ঢেঁড়শ সিদ্ধ হয়ে গেলে ওপরে কাঁচা তেল ছড়িয়ে গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন।