আজকের রাশিফলঃ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৩, রোজ বৃহস্পতিবার

আজকের দিন কন্যা রাশি- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

 

ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে যেচে পরামর্শ না দেওয়াই ভাল হবে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনও কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। 

 

পরবর্তী রাশিফল জানতে নিচের  NEXT  বাটনে চাপ দিন

6 of 12
Use your ← → (arrow) keys to browse