আজকের রাশিফলঃ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৩, রোজ বৃহস্পতিবার

আজকের দিন সিংহ রাশি- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

 

সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তিলাভ।

নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্বামীর কোনও কাজের জন্য শান্তি পেতে পারেন। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তির যোগ।

পরবর্তী রাশিফল জানতে নিচের  NEXT  বাটনে চাপ দিন

5 of 12
Use your ← → (arrow) keys to browse