আজকের রাশিফলঃ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৩, রোজ বৃহস্পতিবার

আজকের দিন কর্কট রাশি- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

 

সন্তান-স্থান শুভ। আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে। 

কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে।  

পরবর্তী রাশিফল জানতে নিচের  NEXT  বাটনে চাপ দিন

4 of 12
Use your ← → (arrow) keys to browse