আজকের রাশিফলঃ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৩, রোজ বৃহস্পতিবার

আজকের দিন কুম্ভ রাশি- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

 

ভাল কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে।

ইচ্ছাপূরণ হওয়ার দিন। বন্ধুর জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনায় চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি।    সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। দৈনন্দিন কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্বামীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে।

পরবর্তী রাশিফল জানতে নিচের  NEXT  বাটনে চাপ দিন

11 of 12
Use your ← → (arrow) keys to browse