আজ ২৯ নভেম্বর, রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
ব্যবসায় ভাল আয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু সে ক্ষেত্রে খরচও বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম প্রাপ্তির যোগ।
কিছু খরচ দু’বার হতে পারে। কোনও কাজে ভুল হওয়ায় মনঃকষ্ট। বাড়িতে অতিথির আগমনে ভ্রমণে বাধা পড়তে পারে। কোনও কারণে মনে শোকের উদয় হতে পারে। বহু দিক দিয়ে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ থাকবে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের কারণে দুশ্চিন্তা। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে।
Use your ← → (arrow) keys to browse
Post Views: 87