আজ ২২ নভেম্বর ২০২২; মঙ্গলবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
কর্মস্থলে বিবাদ মিটে যেতে পারে। কোনও বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে গিয়ে বাধা আসতে পারে।
বাড়িতে অতিথি সমাগমে আনন্দের লাভ। বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি হতে পারে। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। একটু সাবধানে থাকুন, বদনাম হতে পারে। কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল হবে।
Use your ← → (arrow) keys to browse
Post Views: 110