আজ ২০ নভেম্বর ২০২২; রবিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
অতিরিক্ত কাজের চাপের জন্য মানসিক আবসাদ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ।
বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ আছে । ব্যবসায় সমস্যা থাকবে না । যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে । বুদ্ধির ভুলে হওয়ায় হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে। ভাই-বোনে বিবাদ বাড়তে পারে। কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে।
Use your ← → (arrow) keys to browse
Post Views: 104