আজকের রাশিফলঃ আজ ১৬ নভেম্বর ২০২২, রোজ বুধবার

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০

অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু কাজ করতে হতে পারে, যা নিয়ে পরে অনুতাপ হবে। ভাল কাজে সময় নষ্ট হতে পারে। 

সংসারে বেশি খরচ হতে পারে। প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হতে পারে। সারা দিন শত্রুর সঙ্গে আপস করে চলুন, লাভবান হবেন। মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি হতে পারে। শিশুদের পড়াশোনার জন্য শুভ সময়। ভ্রমণের আশা রাখতে পারেন। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে লাভবান হবেন। উচ্চশিক্ষার সুযোগ পাবেন। 

বদ অভ্যাস ত্যাগ করুন। অর্থ ব্যয় কম করুন। ক্ষতিগ্রস্থ হবেন অনেক দিক থেকে। বোঝাপড়া বাড়িয়ে তুলতে হবে। বিরক্তি প্রকাশ করবেন না। মূল্যবান সময় নষ্ট করবেন না।

2 of 12
Use your ← → (arrow) keys to browse