আজকের রাশিফলঃ আজ ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে লাভবান হবেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। প্রেমের উত্তাল ঢেউ আজ আপনার হৃদয়–সৈকতে আছড়ে পড়তে পারে। যাত্রাপথে একটু সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আপনার দিন শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা থাকলেও আজ পরিস্থিতি পাল্টে যেতে পারে। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যে প্রেমে ব্যর্থ হয়েছেন, সেখানে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমিক–প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। তীর্থভ্রমণ শুভ। বিনোদন মাধ্যমের তারকা হলে আজ আপনার নতুন কাজের প্রস্তাব আসতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। পরিবারের বয়সী কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়া আপনিই কিন্তু শেষ হাসি হাসতে চলেছেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লা ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে লাভ হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও হাল ছেড়ে দেবেন না। আজ চমকপ্রদ কিছু একটা ঘটতে চলেছে!

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়ায় আপনার প্রেমিক মন উড়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত গন্তব্যে!

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে প্রত্যাখ্যাত হওয়া আপনি আজ নতুন সুযোগ পেতে চলেছেন, চোখ–কান খোলা রাখুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের রঙিন প্রজাপতি আজ উড়তে উড়তে আপনার হৃদয়কাননে এসে থিতু হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।