শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি সাদা কিংবা নীল নয় আস্ত কালো রঙের ডিম পাড়ছে হাঁস। এমনি একটি ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায় জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রামাণিক পাড়ার ইব্রাহীমের বাড়িতে।
এতে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাঁস ও ডিম দেখতে দূর দূরান্ত থেকে উৎসাহী মানুষজন ভীর জমাচ্ছেন বলে জানা যায়।
জানা যায়, শ্বশুরবাড়ি থেকে তিনি পাঁচটি পাতিহাঁস উপহার পান। এরমধ্যে একটি হাঁস ২৯ ও ৩০ অক্টোবর দুটো ডিম কালো দেয়। সাদা ডিমের পরিবর্তে কালো ডিম দেখে তিনি অবাক হন। বিষয়টি জানাজানির পর লোকজন তার বাড়িতে ডিম ও পাতিহাঁস দেখতে ভীড় করছেন।
ইব্রাহীমের স্ত্রী রেহেনা বেগম জানান, “আমি হাঁসগুলোর দেখভাল করছি। পর পর দুটো কালো ডিম দেওয়ায় অবাক হয়েছি। এলাকার বয়স্করাও বলছেন, এমন ঘটনা তারা আগে দেখেননি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, বলেন, ঘটনাটি শুনেছি। হাঁসে কালো ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোনো সমস্যা হতে পারে।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার