১৮ লাখ টাকার ড্রাগন বিক্রি
পেশায় শিক্ষকতার পাশাপাশি নিজ বাড়ির সামনের জমিতে ড্রাগন চাষ করে সফল বরগুনার নিমতলী আজিজাবাদ চর মাইঠা স্কুলের শিক্ষক হাসানুল হক উজ্জল।
২ একর জমিতে ড্রাগন চাষ করে তিনি। ২০২১ সালের ২ একর জমিতে ১১২৫ টি পিলারে সাড়ে ৬ হাজার ড্রাগনের চারা রোপন করে। এবছর বাগান থেকে সে ১৮ লাখ টাকার ফল বিক্রি করেছে।
ড্রাগন চাষি উজ্জ্বল বলেন, প্রতি কেজি ড্রাগন পাইকারি বিক্রি করি ২৬০-৩০০ টাকায়। মাসে দু’বার ড্রাগন ফল কাটা হয়। এখন পর্যন্ত আমি ১৮ লাখ টাকার ড্রাগন বিক্রি করছি।
তিনি আরও বলেন, ড্রাগন একটি লাভজনক চাষ। খালি জমিতে ড্রাগন চাষ করে অতি দ্রুত সফলতা লাভ করা সম্ভব। আমাকে দেখে গ্রামে অনেকেই ড্রাগন চাষ করতে উৎসাহিত হচ্ছে।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন,জেলায় প্রায় ১১ হেক্টর জমিতে ড্রাগনের চাষ করা হয়েছে।
বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করার জন্য উপজেলা কৃষি অফিস চাষিদের উৎসাহিত করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে প্রতিনিয়তই ড্রাগন চাষীদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে এবং কৃষকদের প্রশিক্ষন কার্যক্রম অব্যহত রাখছে।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার