রাজবাড়ীর গোয়ালন্দে জেলের জালে ধরা পড়ে ১৩ কেজি ওজনের এক বিশাল আকারের বোয়াল মাছ। জেলে মাছটি ২৭ হাজার টাকায় বিক্রি করেন।
জানা যায়, আজ সকালে পদ্মা নদীর ধোপাগাথিয়া এলাকায় জেলে মোহাম্মদ আলীর জালে ১৩ কেজি ওজনের এই বিশাল আকারের বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া লঞ্চঘাটে আনা হলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান ২৭ হাজার টাকায় কিনে নেন।
জেলে মোহাম্মদ আলী বলেন, সকালে ভোরে পদ্মা নদীর ধোপাগাথিয়া এলাকায় জাল ফেলি। জাল ফেলার প্রায় ১ ঘন্টা পরে জাল তুলে দেখতে পাই বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
পরে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসি। তারপর ঘাটের ব্যবসায়ী সম্রাট শাজাহানের কাছে ২৭ হাজার টাকায় বিক্রি করি।
মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, মাছটি জেলের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেই। তারপর কেজিতে ৫০ টাকা লাভে গোপালগঞ্জের আরেক ব্যাক্তির কাছে বিক্রি করেছি।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার