মাছ ও মুরগি পালন করে সফল সজীব, মাসিক আয় ৭ লাখ টাকা!

মাছ ও মুরগি পালনে ব্যাপক সফলতার পাশাপাশি সফল হয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা শফিউল আলম সজীব।

 

 

বর্তমানে তিনি ১০ হাজার মুরগি পালনের পাশাপাশি ১২ টি পুকুরে মাছ চাষ করে প্রতি মাসে প্রায় ৭ লাখ টাকা আয় করছেন। তার এমন সাফল্যে এলাকার অনেকেই মুরগি ও মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেনবলে জানিয়েছেন তিনি।

 

 

জানা যায়, ২০১১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তিন মাসের প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে মুরগির খামার শুরু করেন। সেই যে শুরু আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

 

 

পরবর্তীতে তিনি মুরগি ছাড়াও মাছ ও গরু লালন পালন শুরু করেছেন। বর্তমানে তিনি ১২টি পুকুরে শিং, পাবদা, গুলসা ও পাঙ্গাশ মাছ চাষ করছেন।

 

 

সজীব বলেন, চাকরির পিছনে না ছুট্রে স্বপ্ন ছিল নিজের চেষ্টায় কিছু করার। বর্তমানে ব্রয়লার মুরগি সহ মাছ ও গরু লালন পালন করছি।

 

 

যেখান থেকে প্রতি মাসে ৬ থেকে ৭ লাখ টায় আয় হচ্ছে। বর্তমানে আমার খামারে অনেকেই কাজ করছেন। স্বপ্ন আছে আমার খামারের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে করার।

 

 

তাড়াইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, বেকার সমস্যা দূর করতে দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

 

 

যে কেউ চাইলেই চাকরির পেছনে না ছুটে মুরগি কিংবা মাছ চাষ করার মাধ্যমে সফল হতে পারে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ ও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত আছে বলেও তিনি জানান।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার