ব্ল্যাক বেঙ্গল, তোতা, হরিয়ানা সহ অন্যান্য জাতের ছাগল পালনে ব্যাপক সফলতা পেয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ডুবারপাড়া এলাকার সফল উদ্যোক্তা শিশির আহমেদ। বর্তমানে তার খামারে বিভিন জাতের ২১টি ছাগল রয়েছে।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে চাকরির পেছনে না ছুটে ছাগল পালন সহ সমন্বিত কৃষি কাজ শুরু করেন। ছাগল ছাড়াও তিনি দেশি-বিদেশি কবুতর ও মাছ চাষ করছেন।
শিশির আহমেদের বলেন, ছাগলের খামারে ৬টি তোতা, ৩টি হরিয়ানা, ২টি বারবাড়ি এবং ৭টি ক্রসসহ মোট ২১টি সৌখিন ছাগল রয়েছে। গত ২ বছর থেকে ছাগলের খামার সংযোজন করেছি।
ভারতের রাজস্থান থেকে ছাগলগুলো সংগ্রহ করি। ৬ মাস পরপর ছাগলগুলো ৩টি করে বাচ্চা দেয়। ওই ছাগলের খামারে তার এ পর্যন্ত ৯ থেকে ১০ লাখ খরচ হয়েছে। যা থেকে বছরে গড়ে ৫ লাখ টাকা লাভ হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ওই খামার সম্পর্কে তিনি অবগত। শিক্ষিত যুবক তার স্ত্রীর সহায়তায় উন্নত জাতের কবুতর আর ছাগলের খামার গড়ার পাশাপাশি মাছ সরবরাহের মাধ্যমে লাভবান হচ্ছেন, একইসঙ্গে শত মানুষের কর্মসংস্থান হয়েছে। বিষয়টি উদাহরণযোগ্য।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার