আগাম টোমেটোর বাম্পার ফলন, ভাল দাম পেয়ে খুশি কৃষকেরা

শেরপুরের ঝিনাইগাতীতে জনপ্রিয়তা পাচ্ছে আগাম টামেটো চাষ। গ্রীষ্মকালীন আগাম টমেটো চাষে ব্যাপক সফলতা পেয়েছেন এই এলাকার চাষিরা। বাজারে এখন টমেটোর দাম চড়া।

 

 

টমেটোর ভালো ফলন ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে। অনেকেই আগাম টমেটো চাষ করে সফল হচ্ছেন।

 

 

কৃষি বিভাগের মতে, এই উপজেলার মাটি সবজির চাষের জন্য অত্যন্ত উর্বর। গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

 

 

জানা যায়, এই উপজেলায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে ৬০ শতাংশ জমিতে প্রায় ২০টি প্রদর্শনী প্লটে গ্রীষ্মকালীন বারি টমেটো-৮ চাষ হয়েছে।

 

 

শীতকালীন টমেটো গ্রীষ্মকালে বাজারে বিক্রি হওয়ায় এর চাহিদা বেশ ভালো। যা স্থানীয় চাহিদা মিটিয়ে শেরপুর জেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন স্থানের পাইকাররা কিনে নিচ্ছেন। আর চাষিরা আর্থিকভাবে তারা লাভবান হওয়ায় চাষেও বাড়ছে আগ্রহ।

 

 

ঝিনাইগাতী উপজেলার উত্তর ধানশাইল গ্রামের কৃষক মো. মতিউর রহমান বলেন, কৃষি বিভাগের পরামর্শে ৩ শতাংশ জমিতে বারি টমেটো-৮ চাষ করি। জুন মাসের শেষের দিকে চারা রোপন করে এখন ফলন পাচ্ছি। ফলন ভালো হয়েছে। বাজারে টমেটোর দাম ভালো। আগামীতে ১ একর জমিতে টমেটোর চাষ করবো।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার