নাটর জেলায় জন্ম নিল ছয় পা বিশিষ্ট বাছুরের!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুলাল হোসেনের বাড়ীতে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। এছাড়াও বাছুরটির দুধের বাঁট আটটি। বাছুরটি একনজর দেখার জন্য কৌতুহলী মানুষ ভিড় জমাচ্ছেন।

 

 

দুলাল হোসেন জানান, সম্প্রতি ৬ পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। সামনে চারটি পা এবং পেছনের আরও দুটি পা নিয়ে গাভিটি বাচ্চা জন্ম দেয়। বাছুরটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার