প্রায় ১ কোটি ২২ লাখ দেশি পশু প্রস্তুত কোরবানির জন্য

অসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি গবাদি পশু। এর মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ১৯টি পশুর হাট বসানোর স্থান নির্ধারণ করা হয়েছে। এইদিকে গত বছরের তুলনায় এ বছর পশুর ভালো দাম পাবে বলে আশা করছেন খামারিরা।

 

 

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য মতে, এ বছর দেশে কোরবানিযোগ্য মোট পশু আছে ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু-মহিষের সংখ্যা ৪৬ লাখ ১১ হাজার ৩৮৩টি। আর ছাগল-ভেড়ার সংখ্যা ৭৫ লাখ ১১ হাজার ৫৯৭। এছাড়া অন্যান্য পশু অর্থাৎ উট, দুম্বার সংখ্যা ১ হাজার ৪০৯টি।

 

 

গরুর খামারি রেজাউল ইসলাম বলেন, আমার রাজধানীর যাত্রাবাড়ী এবং রাজধানীর বাহিরে ২ টি খামার রয়েছে। ২ টি খামারে ২০০ মত গরু আছে। তবে চলতি বছরে গোখাদ্যের দাম বেশি হওয়ায় গবাদি পশু পালনের ব্যয় বেড়ে গিয়েছে।

 

 

পাইকারি পশু বিক্রেতা কাজল মিয়া বলেন, গত ২ বছরে করোনায় বেশি পশু বিক্রি করতে পারি নাই। এবার আশা করছি গত ২ বছরের চেয়ে বেশি পশু বিক্রি করবো। এবার সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে রাস্তায় কোরবানির পশু পরিবহন থেকে যদি আমাদের চাঁদা দিতে হয় সেক্ষেত্রে খরচ বেড়ে যায়। অনেক সময় লোকসানও হয়।

 

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহাজাদা বলেন, চলতি বছর কোরবানিযোগ্য পশু রয়েছে ১ কোটি ২১ লাখের বেশি, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। ধারণা করছি গতবারের তুলনায় এবার কোরবানি বেশি হবে। আশা করা যাচ্ছে এইবার খামারিরা ভালো দাম পাবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার