ব্রয়লার মুরগির মাংসে পাওয়া যাবে শরীরের জন্য উপকারি ওমেগা-৩ ফ্যাটি এসিড

ওমেগা ৩ ফ্যাটি এসিড মানবদেহের জন্য অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। যে যে স্নেহ পদার্থ দেহের উপকারে আসে ওমেগা ৩ ফ্যাটি এসিড তার মধ্যে অন্যতম।

 

 

মানুষের কাছে এই অতি গুরুত্বপূর্ণ ফ্যাটি এসিডটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার ব্রয়লার মুরগির মাংসে ও লেয়ার মুরগির ডিমে ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধকরণে সাফল্য পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল সাবেক শিক্ষার্থী।

 

 

জানা যায়, গত দুই বছর ধরে ব্রয়লার মুরগির মাংস ও লেয়ার মুরগির ডিমের ওপর গবেষণা করে তারা এই সাফল্য পেয়েছেন। ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ সেইফ ওমেগা-৩ ব্রয়লার ও সেইফ ওমেগা-৩ এর নামে দুটি পণ্য বাজারজাত করবে তাদের উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেড।

 

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল হাকিম। সংবাদ সম্মেলনে আরও ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কৃষিবিদ আহসান হাবীব।

 

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মানবদেহের হৃদযন্ত্রের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো ওমেগা-৩ ফ্যাটি এসিড। তাই মুরগি ও ডিমের মাধ্যমে সবার কাছে এ ফ্যাটি এসিডটি পৌঁছানো হবে।

 

 

গবেষণায় লেয়ার মুরগির ডিমের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ৩৭৪ দশমিক ২৯ মিলিগ্রাম ও ব্রয়লার মুরগির মাংসের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ১৮৭ দশমিক ১৫ মিলিগ্রাম ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়া গেছে।

 

 

যা ওমেগা-৩ সমৃদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় মাত্রা থেকে বেশি। গবেষণায় প্রাপ্ত ফলাফলটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) পরীক্ষিত।

 

 

গবেষণা সম্বন্ধে কৃষিবিদ জিকরুল হাকিম জানান, গবেষণা প্রকল্পটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের এপ্রিল মাসে শেষ হয়।

 

 

প্রকল্পটিতে মূলত মুরগির খাদ্যাভাস ও খাদ্যগ্রহণে পরিবর্তন আনা হয়। খাদ্য হিসেবে মুরগিকে প্রতিদিনের খাদ্যের সাথে কড লিভার অয়েল, ফ্ল্যাক্স সিড অয়েল, ফিশ অয়েল ইত্যাদি ওমেগা-৩ সমৃদ্ধ উপাদান সরবরাহ করা হয়।

 

 

দেশে তারাই প্রথম ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ মুরগির মাংস উৎপাদন ও বাজারজাত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার