মিশ্র ফলের বাগান গড়ে স্বাবলম্বী কুমিল্লার হোসেন!

মিশ্র ফল বাগান করে ব্যাপক সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় প্রবাস ফেরত মোহাম্মদ হোসেন। নিজ উদ্যোগে ৪ বছর আগে প্রায় দেড় একক জায়গাতে গড়ে তুলেছেন ফলের বাগান।

 

 

বর্তমানে তার বাগান জুড়ে রয়েছে নানা রকম ফল। মোহাম্মদ হোসেনের এই উদ্যোগে অনুপ্রাণিত করেছে বৃক্ষপ্রেমী অনেক মানুষকে। পাহাড়ের বুকে ফলের বাগান গড়ে তোলার ব্যতিক্রমী উদ্যোগ বুড়িচংয়ে কৃষিকে একধাপ এগিয়ে দেয়ার পাশাপাশি খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দ্বার।

 

 

বাগান মালিক মোহাম্মদ হোসেন বলেন, শখের বশে ৪ বছর আগে দেড় একর পরিত্যক্ত উচু মাটিতে বিভিন্ন প্রজাতির ফলের বাগান গড়ে তুলি। বাগান গড়ে তোলার প্রথম দিকে নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় তা স্বাভাবিক হয়। বিভিন্ন জাতের প্রায় ৫০০ প্রজাতির ফল গাছ রয়েছে।

 

 

তিনি আরও জানান, তার বাগানে মাল্টা, কমলা, আম, কলা, খেজুর, পেয়ারা, লিচু, কাঁঠাল, পাতি লেবু, এলাচি লেবু, হাইব্রিড কাগজী লেবু, পেঁপে, কামিনী হাইব্রিড, কাজী পেয়ারা, জাম্বুরা, আমলকী, বড়ই, আপেল কাজু বাদামসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ফল গাছ রয়েছে।

 

 

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় বলেন, বুড়িচং উপজেলায় ফল বাগান গড়ে তুলতে আমরা চেষ্টা করছি। সীমান্ত ঘেষা আনন্দপুর, পাহাড়পুর এলাকায় বেশ কিছু বাগান ইতিমধ্যে গড়ে উঠেছে। আমরা কৃষি অফিস থেকে নিয়মিত মনিটরিং ও পরামর্শ প্রদান করছি।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার