মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করে ব্যপক সফলতা পেয়েছেন ঝিনাইদহের কৃষি উদ্যোক্তা ড. নজরুল ইসলাম। প্রথমে ৩ দশমিক ৩ একর জমিতে চাষাবাদ শুরু করলেও বর্তমানে ১০ বিঘা জমিতে মাছ ও মুক্তা চাষ করছেন। বর্তমানে তার দুইটি পুকুরের মধ্যে একটিতে মাছ ও অন্যটিতে মুক্তা চাষ করছেন।
জানা যায় যে, করোনা মহামারির কারণে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার চাকরি ছেড়ে দিয়ে মাছ ও মুক্তা চাষ শুরু করেন। তিনি প্রথমে নদী নালা থেকে দেশীয় প্রজাতির ঝিনুক সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে আপারেশন করে পুকুরে ছেড়ে দেন। সাত আট মাসে মুক্তা সংগ্রহের উপযোগী হয়ে উঠে।
নজরুল বলেন, এক বিঘা একটি পুকুরে তিন হাজার ঝিনুক চাষ করতে খরচ হয় দেড় লাখ টাকা। চলতি মৈৗসুমে খরচ বাদ দিয়ে সাত থেকে আট লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। মুক্তা ও মাছ চাষের পাশাপাশি দেশি-বিদেশি প্রায় ৩০ ধরনের ফলমূল ও সবজি চাষ করে বাড়তি আয় করছেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধানে মুক্তা চাষ হতে পারে উত্তম মাধ্যম। বেকার যুবকেরা সঠিক পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে মুক্তা চাষ করে সফল হতে পারবে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, ড. নজরুল ইসলামের ঝিনুকে মুক্তা চাষের খবর পেয়ে সেখানে একাধিক বার গিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার