বাংলাদেশের আবহাওয়ায় এই প্রথম দুম্বা পালন করে সফলতা পেয়েছেন বরিশালের মো. রেজাউল করিম বাদল। পরীক্ষামুলকভাবে তিনটি টার্কি দুম্বা দিয়ে যাত্রা শুরু করলেও এখন তার খামারে ৭০ টি দুম্বা রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা।
জানা যায়, রেজাউল করিম বাদল পেশায় একজন প্রাইভেট ইউনিভার্সিটির প্রধান জনসংযোগ কর্মকর্তা। তিনি বরিশাল সিটির কাশিপুর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকে পশুপাখির প্রতি আগ্রহী ছিলেন। আর এই আগ্রহ থেকে নিজ বাড়িতে টার্কি দুম্বার খামার গড়ে তুলেন।
দুম্বা খামারী রেজাউল করিম বাদল জানান, স্বল্প পরিসরে ২০১৮ সালে দুম্বার খামার শুরু করলেও এখন আমি সফল। দুম্বা পালনে তেমন কোন বিশেষ কোন খ্যাদের প্রয়োজন হয় না। প্রতিদিন গাছের পাতা লতা, সবুজ ঘাস, গম , খড়, ভুট্টা ইত্যাদি খেয়েই দুম্বা বেড়ে উঠতে পারে। বর্তমানে আমার খামারে ৩০ দুম্বার বাচ্চা রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি দুম্বা ১৫ মাস অন্তর অন্তর দুই বার বাচ্চা প্রসব করে। তাছাড়া দুম্বা গরু ছাগলের থেকেও বেড়ে উঠতে পারে। বেকার যুবকরা চাইলেই দুম্বা পালন করে স্বাবলম্বী হতে পারেন।
এই প্রসঙ্গে বরিশাল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. নুরুল আলম বলেন, বরিশালে এই প্রথম দুম্বা পালন করা হচ্ছে। বরিশালের আবহাওয়া দুম্বা পালনের উপযোগি বলে অনেক বেকার যুবকেরা দুম্বা পালনে আগ্রহী হচ্ছেন। প্রাণীসম্পদ অধিদপ্তর দুম্বা পালনে উদ্যোক্তাদের সার্বিক সহায়তা করা হচ্ছে।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার