হাপা পদ্ধতিতে মাছ চাষে সাফল্য, মাসে আয় ৬০ হাজার টাকা

মৌলভীবাজারে হাপা পদ্ধতিতে মাছ চাষে সাফল্য পেয়েছেন প্রনতি রানী এবং তার স্বামী গৌরাঙ্গ মালাকার। জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা তারা।

 

 

একটি বেসরকারি সংস্থার প্রকল্পের মাধ্যমে পুকুরে হাপা ব্যবহার করে তেলাপিয়া মাছ উৎপাদন করেছেন তারা। নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তারা।

 

 

মৎস্য চাষি গৌরাঙ্গ মালাকার বলেন, প্রশিক্ষণ নিয়ে অর্জিত জ্ঞানকে মাছ চাষে ব্যবহার করি। উপজেলা মৎস্য দপ্তর ও প্রকল্পের যৌথ কারিগরি সহায়তায় তার ১৫ শতাংশ পুকুরে স্থাপিত হাপাতে ৪ হাজার তেলাপিয়া রেনু পোনা প্রতিপালন করে ২-২.৫ ইঞ্চি হলে সেগুলোকে আবার পুকুরে ছেড়ে নিয়মিত খাবার প্রয়োগের মাধ্যমে সফলভাবে খাওয়ার উপযুক্ত তেলাপিয়া উৎপাদন করি।

 

 

আগামী জুন-জুলাই এ তার পুকুরে মাছের উৎপাদন বেড়ে প্রায় ৬০০ কেজি হবে, যার আনুমানিক মূল্য হবে প্রায় ৬০ হাজার টাকা।

 

 

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারাজুল কবির জানান, বসতবাড়ীর ছোট-বড় পুকুর এবং বানিজ্যিকভাবেও এই দ্রুত বর্ধণশীল মাছ সহজেই চাষ করা যায়। মাছ উন্নতমানের প্রাণিজ আমিষের উৎস।

 

 

তেলাপিয়া একটি পুষ্টি সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব মাছ। তেলাপিয়া আমিষ, পুষ্টি এবং অপরিহার্য ফ্যাটি এসিডের একটি স্বাস্থ্যকর উৎস।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার