বায়োফ্লকে পাবদা চাষের আগে যা জানা দরকার সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জানা দরকার। আমাদের দেশে বর্তমানে অনেকেই পুকুরে মাছ চাষ করছেন। পুকুরে চাষ হওয়া মাছগুলোর মধ্যে পাবদা মাছ অন্যতম। আসুন আজকে জেনে নিব বায়োফ্লকে পাবদা চাষের আগে যা জানা দরকার সেই সম্পর্কে-
বায়োফ্লকে পাবদা চাষের আগে যা জানা দরকার সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জানা দরকার। আমাদের দেশে বর্তমানে অনেকেই পুকুরে মাছ চাষ করছেন। পুকুরে চাষ হওয়া মাছগুলোর মধ্যে পাবদা মাছ অন্যতম। আসুন আজকে জেনে নিব বায়োফ্লকে পাবদা চাষের আগে যা জানা দরকার সেই সম্পর্কে-
বায়োফ্লকে পাবদা চাষের আগে যা জানা দরকারঃ
১। পাবদা মাছ স্বজাতি ভক্ষণ করে, এদের একটা স্বাভাবিক বৈশিষ্ট। তাই হ্যাচারি থেকে পাবদা মাছ আনার সময় খেয়াল রাখবেন যেন সমান দৈর্ঘ্যের সব চারাগুলি হয়। না হলে বড় মাছ ছোটগুলিকে খাওয়ার চেষ্টা করবে।
২। পাবদা মাছ রাতে খেতে পছন্দ করে। সেজন্য চেষ্টা করতে হবে রাতের বেলা অন্তত তিন বার খাদ্য প্রদান করতে। খাদ্য কম হলে এরা একে অন্যকে খাওয়ার চেষ্টা করবে।
৩। যেহেতু পাবদা মাছ মাংসাশী স্বভাবের তাই এরা লাইভ ফিড খুব পছন্দ করে। চেষ্টা করবেন ট্যাঙ্কে জু প্ল্যাংটোন তৈরি করতে।
৪। এই মাছ চাষে অক্সিজেন প্রচুর পরিমানে লাগবে। তাই মাছ চাষের আগে সঠিক এরেশন সিস্টেম রেডি করবেন।
৫। মোটামুটি হারভেস্ট সময় ৬ মাস লাগলেও সাড়ে চার মাস থেকে ৫ মাসের পর থেকে কিছুটা করে হারভেস্ট করতে পারেন।
৬। ভালো দাম পেতে হলে অল্প করে বাজারে নিয়ে যেতে পারেন। একসাথে বেশি মাছ নিয়ে গেলে দাম কম পেতে পারেন, তাই চেষ্টা করতে হবে কম কম করে মাছ নিয়ে যেতে।
৭। পাবদা মাছ সঠিকভাবে চাষ করলে সাধারণত রোগ কম হয়। তবে ভিটামিন, লিভার সাপ্লিমেন্ট দেয়ার দরকার আছে, এতে পাবদা মাছের গ্রোথ খুব ভালো হয়।
৮। এই মাছ ফ্লক খেতে পছন্দ করে। তাই সঠিক প্রবায়োটিক ব্যবহার করে ফ্লক তৈরি করলে FCR কম হবে।
৯। বায়োফ্লকে একক ভাবেই এই মাছ চাষ করা শ্রেয়।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার