কিভাবে গরুর মুখের রুচি বৃদ্ধি করবেন

প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বৃদ্ধির কৌশল আমাদের অনেকের জানা নেই। আমদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই সফলতার মুখ দেখছেন এবং অনেকেই আবার নানা বাধার সম্মুখীন হচ্ছেন।

 

 

গরু পালনে লাভবান হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুর স্বাস্থ্য। আর গরুর স্বাস্থ্য গরুর মুখের রুচির উপর নির্ভর করে। আসুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে গরুর মুখের রুচি বাড়ানোর কৌশল সম্পর্কে-

 

 

প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বাড়ানোর কৌশলঃ

১। আদা বাঁটা ১০০গ্রাম।
২। জিরার গুঁড়া ২০গ্রাম।

 

 

৩। ধনিয়ার গুঁড়া ১০গ্রাম।
৪। গোল মরিচের গুঁড়া ৫ গ্রাম।

 

 

৫। সাদা তিল বাঁটা ১০গ্রাম।
৬। বিট লবণ৩০গ্রাম।
৭। পানি ৩০০মিলি।

 

 

উপরে উল্লেখিত সকল উপকরণ এক সাথে মিশিয়ে শরবৎ এর মত মিশ্রণ তৈরী করতে হবে এবং প্রতিদিন দুই বার করে ৩ দিন খাওয়াতে হবে। আশা করা যায় গরুর মুখের রুচি ফিরে আসবে । এই একই উপাদান ছাগলকেও দিতে পারবেন তবে চার ভাগের এক ভাগ পরিমাণে দিতে হবে।

 

তথ্যসূত্রঃ ক্রাইম টিভি বাংলা