গাভী দুধ কম দেয়ায় কাঙ্ক্ষিত লাভবান হতে পারছিলেন না খামারি। তাই গাভীর দুধ বৃদ্ধির জন্য রাশিয়ার তৈরি ভিআর প্রযুক্তি ব্যবহারে বাড়তি দুধ পাচ্ছেন তিনি। এই প্রযুক্তি ব্যবহারের আগে প্রতিটি গাভী গড়ে ২২ লিটার দুধ দিলেও বর্তমানে ২৭ লিটার দুধ দিচ্ছে বলে জানান খামারি।
ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, তুরস্কের আনাতোলিয়া রাজ্যের আকসারায়ে শহরের পুরোনো খামার ব্যবসায়ী ইজেট কোচাক তার খামারে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন।
ইজেট কোচাক জানান, বর্তমানে তার খামারে ১৮৮টি গৃহপালিত প্রাণী রয়েছে। গাভী গুলো প্রত্যাশামতো দুধ না দেয়ায় রাশিয়ার ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির তৈরি (ভিআর) গগলস পরিয়ে দুধের উৎপাদন বাড়িয়েছেন।
এই প্রযুক্তি সম্পর্কে তিনি জানান, এটি এমন এক প্রযুক্তি, যা ব্যবহারে কল্পনা বা চেতনা বাস্তব হয়ে চোখের সামনে ভেসে ওঠে। এতে গাভীগুলো চোখের সামনে সবুজ চারণভূমি দেখে।
পাশাপাশি বাজতে থাকে ক্লাসিক্যাল মিউজিক। এতে করে গাভী গুলো স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে দুধ দেয় বেশি। এটা এক প্রকারের ধোকা দেয়ার মত ব্যাপার বলেও তিনি জানান।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার