গাভী পালনে স্বাবলম্বী খালেদা, বছরে আয় ৬ লাখ টাকা

চুয়াডাঙ্গায় গাভী পালনে স্বাবলম্বী হয়েছেন খালেদা খাতুন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বাসিন্দা। নিজ উদ্যোগেই গাভী পালন করে এখন তিনি স্বাবলম্বী।

 

 

বর্তমানে তার খামারে মোট চারটি গাভী রয়েছে। তার মধ্যে তিনটা গাভীর পেটে বাচ্চা। আর কয়েক মাস পার হলেই তার খামারে আরও তিনটা গাভী যোগ হবে। আর বর্তমানে একটা গাভী দুধ দিচ্ছে।

 

 

জানা যায়, নিজে কিছু করার ইচ্ছা থেকেই স্বামীকে বুঝিয়ে ২০১৫ সালে বাছুরসহ উন্নত জাতের একটি অস্ট্রেলিয়ান গাভী কিনে যাত্রা শুরু করেন তিনি। তারপর আর পেছনে তাকাতে হয়নি খালেদার।

 

 

এই পাঁচ বছরে সাত লাখ টাকার দুধ বিক্রি করেছেন বলে তিনি জানান। আগে গাভীগুলো তিনি নিজেই দেখাশোনা করতেন। তার এই উদ্যোগে সাড়া দিয়ে পরিবারের সকলেই এখন গাভীগুলোকে পরিচর্যা করেন। গাভীর খাবারের জন্য একবিঘা জমিতে চাষ করেন ঘাস।

 

 

খালেদা খাতুন বলেন, বর্তমানে বছরে আয় হচ্ছে ২ লাখেরও বেশি। আগামী ৬ মাস পার হলেই বছরে আয় বেড়ে দাঁড়াবে ৬ লাখ টাকা। গাভী পালনের পাশাপাশি একটি ছাগলের খামার করার ইচ্ছা আছে আমার। আর সরকারিভাবে কোন সহযোগিতা পেলে জেলার আধুনিক মানের একটি খামার করা ইচ্ছাও আছে আমার।

 

 

জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, খালেদা খাতুন একজন সাহসী ও সফল খামারি। তার এই সফলতা দেখে ঐ এলাকার আরো অনেক গৃহিণী গরু পালনে এগিয়ে আসবেন আশা করছি। কেউ খামার করতে চাইলে তাদের সব রকমের সহযোগিতা করা হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার