যে ৬ টি সহজ কৌশলে হাঁসের খামারে লাভ হবে দ্বিগুণ

খামারে হাঁস পালনে যেসব ব্যবস্থা রাখা আবশ্যক সেগুলো না জেনে খামার শুরু করলে নানা সমস্যায় পড়তে হবে খামারিদের। হাঁস পালনে লাভ বেশি হওয়ার কারণে অনেকেই খামারে এখন হাঁস পালন করছেন।

 

 

তবে হাঁসের খামারে সঠিক ব্যবস্থাপনা মেনে চললে সহজেই লাভবান হওয়া যাবে। আসুন আজকে জেনে নিব খামারে হাঁস পালনে যেসব ব্যবস্থা রাখা আবশ্যক সেই সম্পর্কে-

 

 

খামারে হাঁস পালনে যেসব ব্যবস্থা রাখা আবশ্যকঃ

১। হাঁস পালনের খামারে প্রয়োজনীয় আলো ও বাতাস চলাচল করার ব্যবস্থা রাখতে হবে। হাঁসের খামারের চারপাশে যাতে খোলামেলা পরিবেশ থাকে সেটি নিশ্চিত করতে হবে।

 

 

২। খামারে হাঁস পালনের ক্ষেত্রে বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ। খামারে পালিত হাঁস বসবাস ও খাদ্য গ্রহণের জন্য যাতে যথেষ্ট জায়গা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট স্থান পর হাঁসের জন্য খাদ্য ও পানি গ্রহণের ব্যবস্থা রাখতে হবে।

 

 

৩। হাঁস পালন করা খামারে যাতে কোনভাবেই বাইরের কোন পশু-পাখি প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা রাখতে হবে। খামারের হাঁস সহজেই যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে সেভাবেই হাঁসের খামারটিকে স্থাপন করতে হবে।

 

 

৪। হাঁস পালনের খামারে বৃষ্টির দিনে যাতে ঘরের ভিতরে পানি প্রবেশ করতে না সেভাবে হাঁসের খামার নির্মাণ করতে হবে। এছাড়াও বর্ষাকালে যাতে খামারে পানি প্রবেশ করতে না করে সেজন্য খামার উঁচু স্থানে নির্মাণ করতে হবে।

 

 

৫। হাঁস পালন করা খামারে যাতে বিদ্যুৎ ও পানির সরবরাহ করা যায় এমন স্থানে হাঁসের খামার নির্মাণ করতে হবে। হাঁসের খামারের জন্য খাদ্য প্রদান ও সেই খাদ্য খামারের হাঁসগুলো যাতে সমভাবে খেতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে।

 

 

৬। হাঁসের খামারে প্রাথমিক রোগের কিছু ওষুধ রাখতে হবে। প্রয়োজন হলে সেই ওষুধগুলো হাঁসকে প্রদান করতে হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার