গরুর খামারে যে প্রাথমিক কাজগুলো করলে লাভ হবে দ্বিগুণ

গরুর খামারে যে প্রাথমিক কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলো খামারিদের জেনে রাখতে হবে। লাভজনক হওয়ার কারণে বর্তমানে অনেকেই গরু পালনে ঝুঁকছেন। খামারে গরু পালনের মাধ্যমে লাভবান হওয়ার জন্য বেশ কিছু প্রাথমিক কাজ করতে হয়। তা না হলে খামারে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। আজকের এ লেখায় আমরা জেনে নিব গরুর খামারে যে প্রাথমিক কাজগুলো অবশ্যই করতে হবে সেই সম্পর্কে-

 

 

গরুর খামারে যে প্রাথমিক কাজগুলো অবশ্যই করতে হবেঃ

১। খামারে গরুর প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখতে হবে। গরু কোন কারণে আঘাত কিংবা সাধারণ কোন রোগে আক্রান্ত হলে হাতের কাছের উপকরণগুলো দিয়েই যাতে গরুকে চিকিৎসা দেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই গরুর খামারে সব সময় প্রাথমিক চিকিৎসার উপকরণসমূহ রাখতে হবে।

 

 

২। খামারে বাহির থেকে কোন পশু-পাখি কিংবা কোন ক্ষতিকারক প্রাণী যাতে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বাইরের প্রাণীর মাধ্যমে গরুর খামারে রোগ ছড়াতে পারে। তাই গরুর খামারে উচু দেয়াল বা বেড়ার ব্যবস্থা করতে হবে।

 

 

৩। গরু কিনে নিয়ে আসার পর পরই সেই গরুগুলোকে সরাসরি খামারে প্রবেশ করানো যাবে না। কেনার পর গরুগুলোকে খামারের বাইরে কোন একটি নির্ধারিত স্থানে রেখে আগে পর্যবেক্ষণ করতে হবে। সেখানে গরুগুলোকে গোসল করিয়ে দিতে হবে এবং গরুর শরীর জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে।

 

 

৪। খামারে গরু নিয়ে আসার পর সেই গরুগুলোকে প্রয়োজন অনুসারে বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদান করতে হবে। এতে করে খামারের গরুগুলো ভবিষ্যতে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পাবে। খামারের গরুগুলোকে রোগমুক্ত রাখার জন্য সময় অনুযায়ী বিভিন্ন রোগের টিকা প্রদান করতে হবে।

 

 

৫। গরুর খামারের জন্য অতি জরুরী প্রাথমিক কাজগুলোর মধ্যে অন্যতম হল খামারের গরুর জন্য প্রয়োজন অনুসারে ঘাস লাগানো। কারণ গরুর খামার গড়ে তুললে সেই খামারের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের প্রয়োজন হবে। সেই কাঁচা ঘাসের যোগান দেওয়ার জন্য খামারে আশেপাশে কিংবা সুবিধাজনক কোন জায়গায় ঘাসের চাষ করতে হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার