নতুন গরুর খামারিরা সফলতা পেতে যা করবেন?

গরুর খামার শুরুর পর সফলতা না আসার কারণসমূহ কি কি সে বিষয়ে খামারিদের সঠিকভাবে জেনে রাখতে হবে। লাভজনক হওয়ার কারণে আমাদের দেশে দিন দিন গরুর খামারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

 

গরু পালনের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। তবে খামার শুরুর পর অনেকেই লোকসানে পড়েন। আসুন জেনে নিব গরুর খামার শুরুর পর সফলতা না আসার কারণসমূহ সম্পর্কে-

 

 

গরুর খামার শুরুর পর সফলতা না আসার কারণসমূহঃ

১। গরুর খামার পরিচালনা এবং বাজারজাতের সঠিক কোন ধারণা না থাকলে খামারে উৎপাদন খরচ বেড়ে যায় এবং পন্য সঠিক দামে ক্রয় কিংবা বিক্রি করতে ব্যর্থ হলে গরুর খামার লোকসানের মুখে পড়ে থাকে।

 

 

২। গরু পালন শিখলেই গরুর খামার করে লাভবান হওয়া যায় না। খামার সংশ্লিষ্ট আরও অনেক বিষয় জানার প্রয়োজন হয়। সবকিছু সঠিকভাবে সমন্বয় করতে না পারলে খামারে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে।

 

 

৩। লাভবান হওয়ার জন্য খামারে দক্ষ শ্রমিক না রাখতে পারলে অনেক সময় খামারের উৎপাদন অনেকাংশে কমে যায়। আর এর জন্যও গরুর খামারে লোকসান দেখা দেয়। তাই গরুর খামারের জন্য দক্ষ শ্রমিক নিয়োগ প্রয়োজন।

 

 

৪। অপরিকল্পিত ভাবে গরুর ঘর তৈরি করতেই অতিরিক্ত মুলধন ব্যয় করে ফেলা। ফলস্বরূপ খামারে লোকসান দেখা দেয়।

 

 

৫। কোন ধরনের খামার করলে সহজেই লাভবান হওয়া যায় সেটি না জানার কারণেই নতুন খামারিরা তাদের খামারে লোকসান করে থাকেন।

 

 

৬। উন্নতমানের গরু সংগ্রহ করতে না পারলে খামারে উৎপাদন কম হয়। ফলে খামারে লোকসান দেখা দেয়।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার