বাছুরকে দ্রুত বর্ধনশীল করতে যেভাবে খাবার খাওয়াবেন?

উন্নত জাতের বাছুরের খাবার তালিকা ডেইরি খামারিদের জানতে হবে। অধিক লাভের আশায় বর্তমানে অনেকেই তাদের খামারে গরু পালন করছেন। আবার কেউ কেউ উন্নত জাতের গরু পালন করছেন। আসুন তাহলে আজ জানবো উন্নত জাতের বাছুরের খাবার তালিকা সম্পর্কে-

 

 

উন্নত জাতের বাছুরের খাবার তালিকা (১ম দিন থেকে ৬ মাস বয়স পর্যন্ত)

জন্মের প্রথম ৪ দিন বাছুরকে তার মায়ের শাল দুধ খাওয়ানোর পর মা হতে পৃথক করে রাখতে হয়।

 

 

সাধারণত দুধের বিকল্প খাদ্য বাছুরের ১৫ দিন বয়স থেকে খাওয়ানো হয়। প্রায় ১ লিটার দুধের পরিবর্তে ২০০ গ্রাম বিকল্প পাউডার ১ লিটার ফুটন্ত পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।

 

 

সংকর জাতের বাছুরের ১০০ কেজি মানের দুধের বিকল্প সাপ্লিমেন্ট খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপকরণঃ

 

১/ গমের আটা=======১০ কেজি

২/ শুটকি মাছের গুঁড়া= ১২ কেজি

 

৩/ তিসির তেল======১০ কেজি

৪/ গুঁড়া দুধ======== ১৩ কেজি

 

৫/ নারিকেল তেল==== ১০ কেজি

৬/ বিউটারিক এসিড===০.৩০ কেজি

 

৭/ সাইট্রিক এসিড====১.৫০ কেজি

৮/ লালি গুঁড়া====== ১০ কেজি

 

৯/ প্রিমিক্স ========= ৩ কেজি

১০/ অ্যান্টিবায়োটিক== ০.২০ কেজি

১১/ কুসুম গরম পানি == ৩০ লি

 

( ২ সপ্তাহ বয়স থেকে ২০০ গ্রাম করে প্রতিদিন এই সাপ্লিমেন্ট দিতে পারেন।)

বাছুরের বয়স ভিত্তিক খাবার তালিকাঃ

 

(বয়স) —————–( খাবারের পরিমাণ)

‌(১ম সপ্তাহ)—–সকালে ১ লি দুধ ও বিকালে ১ লি দুধ

 

‌(২য় সপ্তাহ)—– সকালে ১.৫ লি দুধ ও বিকালে ১.৫ লি দুধ এবং কিছু দানাদার খাবার ও কচি ঘাস

‌(৩য় সপ্তাহ – ১২ সপ্তাহ)—–সকালে ২ লিটার ও বিকালে ২ লিটার দুধ খাওয়াতে হবে এবং আধা (১/২) কেজি দানাদার খাদ্য ও ১ কেজি কচি ঘাস দিতে হবে।

 

‌( ১৩ সপ্তাহ – ১৬ সপ্তাহ) ——বাছুরকে সকালে ১.৫ লিটার ও বিকালে ১.৫ লিটার দুধ খাওয়াতে হবে সেই সাথে ৭৫০ গ্রাম দানাদার ও ৩ কেজি কচি ঘাস খাওয়াতে হবে।

 

‌(১৭ সপ্তাহ – ২০ সপ্তাহ)—— সকালে ১ লিটার ও বিকালে ১ লিটার দুধ খাওয়াতে হবে এবং ১ কেজি দানাদার ও ৭ কেজি কাচা সবুজ ঘাস খাওয়াতে হবে।

 

‌(২১ সপ্তাহ- ২৪ সপ্তাহ)——–সকালে আধা (১/২) লিটার ও বিকালে আধা (১/২) লিটার দুধ খাওয়াতে হবে সেই সাথে ১ থেকে দেড় কেজি দানাদার এবং ৭ কেজি কাঁচা সবুজ ঘাস খাওয়াতে হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার