যেভাবে দূর করবেন ছাগলের পেটের গ্যাস

ছাগলের পেটে গ্যাস হলে খামারিদের করণীয় কি তা অনেকেরই জানা নেই। লাভজনক হওয়ার কারণে আমাদের দেশে দিন দিন ছাগল পালন বৃদ্ধি পাচ্ছে। খুব কম খরচে সহজেই ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। আজকের লেখায় আমরা জেনে নিব ছাগলের পেটে গ্যাস হলে খামারিদের করণীয় সম্পর্কে-

 

 

গ্যাস হওয়ার কারণঃ

১। ছাগলকে পচা কিংবা বাসি খাদ্য খেতে দিলে।

২। এক বারে অতিরিক্ত দানাদার খাদ্য খাবার কারণে।

 

৩। ইউরিয়া যুক্ত ঘাস খাওয়ানোর কারণে

৪। ছাগলকে নেপিয়ার, পাকচং ঘাস ক্ষেত থেকে কেটে এনে সরাসরি খাওয়ানোর ফলে।

 

৫। কীটনাশক যুক্ত ঘাস খাবার কারণে।

৬। এছাড়াও অনান্য বিভিন্ন কারণে ছাগলের পেটে গ্যাসের সৃষ্টি হতে পারে।

 

 

গ্যাস হলে করণীয়ঃ

১। ছাগলের পেটে গ্যাস হলে সকল প্রকার খাদ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

 

২। বিভিন্ন প্রকার গ্যাস নাশক ঔষধ যেমন- জাইমোভেট পাউডার, নবব্লট সিরাপ ইত্যাদি খাওয়াতে হবে। অথবা ১০ গ্রাম খাবার সোডা(কাপড় কাচা সোডা নয়) ১০০ মিলি পানির সাথে গুলিয়ে ছাগলকে খাইয়ে দিতে হবে।

 

৩। যদি হাতে ধরে কোন ঔষধ পাওয়া না যায় তবে কিছুটা পরিমান আদা ছেঁচে, কিছুটা লবন ও পানি এক সাথে মিলিয়ে ছাগলকে খাইয়ে দিতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে।

 

৪। যদি বোঝা যায় ক্রমেই গ্যাস বেশী হচ্ছে বা ত্রীভুজ আকৃতির জায়গা আগের তুলনায় ফুলে যাচ্ছে ও ছাগল অস্থির হয়ে উঠছে তখন ছাগলের পিছনে দাড়িয়ে আমাদের হাতের ডান পাশ মাটির সাথে মিছিয়ে শোয়াতে হবে বামপাশ ওপরের দিকে করে শুইয়ে দিয়ে ত্রীভুজ আকৃতির ফোলা জায়গাতে ইনজেকশনেন সিরিঞ্জ খাড়া ভাবে ঢুকিয়ে দিতে হবে। গ্যসের ধর্ম ওপরের দিকে ধাবিত হওয়া তাই সিরিঞ্জ ফোটানোর সাথে সাথে সিরিঞ্জের ভিতর দিয়ে গ্যাস বেরিয়ে আসবে ও পেটের ফোলা ভাবটা কমে যাবে।

 

৫। পেট ফোলা থেকে ছাগল স্বাভাবিক হলে ব্যাথানাশক ঔষধ খাইয়ে দিতে হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার