লাউ চাষে সফল হয়েছেন দুলাল খন্দকার। ২০ বছর ধরে লাউ চাষ করে সফল হয়েছেন দুলাল খন্দকার। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের বাসিন্দা। বসত বাড়ির পাশেই চল্লিশ শতক জমিতে লাউয়ের চাষ করে আসছেন তিনি। তার ক্ষেতের উৎপাদিত লাউ জেলা থেকে শুরু উত্তরাঞ্চলের বিভিন্ন পাঠানো হচ্ছে।
কৃষক দুলাল বলেন, অনান্য সবজিতে তেমন লাভের মুখ না দেখলেও লাউ চাষে যথেষ্ট লাভবান হতে শুরু করি। তখন থেকেই লাউ চাষে ঝুঁকে পড়ি। লাউ চাষে আয়ের টাকা দিয়ে পরিবারের সকল সদস্যদের ভরণ-পোষণসহ সংসারের যাবতীয় খরচ বহন করে আসছি। লাউ চাষে কখনো ক্ষতিগ্রস্ত হইনি।
২০ বছর ধরে লাউ চাষে যথেষ্ট লাভবান হয়েছি। এবারের মৌসুমেও আমি ৪০ শতক জমিতে লাউ চাষ করেছি। শুরুতেই ৮ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আশা করছি এবার লাউ বিক্রি করে এক লাখ টাকা আয় করতে পারবো।
কৃষক দুলালের ছোট ভাই নাজিমুল হক খন্দকার বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন থেকে লাউয়ের চাষ করে আসছেন। লাউ চাষে আয়ের টাকা দিয়ে তিনি তার ছেলেদের লেখা-পড়ার খরচ এবং সংসারের ব্যায় বহন করছেন। তার লাউ চাষ দেখে মুগ্ধ হয়ে আমিও লাউ চাষ শুরু করেছি।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার