চাপাইনবাবগঞ্জের বিদ্যুত, গরু পালন করে হয়েছেন লাখপতি

রাখাল থেকে লাখপতি চাপাইনবাবগঞ্জের বিদ্যুত। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ভোলাহাটের বাসিন্দা। আগে মানুষের গরু নিয়ে মাঠে চরাতেন কিন্তু এখন নিজেই গরু পালন করে হয়েছেন লাখপতি।

 

 

কাজের চাপে নিজে পড়াশোনা করতে পারলেও দারিদ্র্যতা তাকে বেশি দিন আটকে রাখতে পারেনি। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে সফল হয়েছেন তিনি।রাখাল থেকে হয়েছেন লাখপতি, এখন তিনি ৫০টি গরুর মালিক।

 

 

জানা যায়, তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় বিদ্যুত। চেয়েছেন নিজের ভাগ্য উন্নয়নে কাজ করতে, তাইতো বৃদ্ধ বাবার দুধ থেকে দই বানানোর কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন।

 

 

অন্যের গরু চরিয়ে যা পেতেন, তা দিয়ে নিজে অল্প অল্প করে দইয়ের ব্যবসায় বাবার সঙ্গে বিনিয়োগ করেছেন। সেখান থেকে যে লাভ হত ও কিছু টাকা ধার করে কিনেছিলেন একটি গাভী। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।

 

 

বিদ্যুত বলেন, বর্তমানে আমার খামারে প্রায় ৫০টির মতো দেশি ও সংকর জাতের গরু রয়েছে। প্রতিদিনই প্রায় ২০টির মতো গাভীতে ১০০ লিটার দুধ হয়। সেই দুধ দিয়ে ঘি তৈরি করি। আর বাকি অংশ দিয়ে সুস্বাদু দই তৈরি করি।

 

 

প্রতিদিনই প্রায় ১০০ কেজির বেশি দই উৎপাদন হয় বাসায়। প্রতি বছরই প্রায় ১০টি করে গরু বিক্রি করি। বছর শেষে হিসাব করলে বার্ষিক আয় প্রায় ৮-৯ লাখ টাকা।

 

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আব্দুল্লাহ বলেন, খামারি বিদ্যুত একটি গরু দিয়ে শুরু করলেও এখন ৫০টির বেশি গরু আছে তার। প্রতি বছর তিনি কয়েক লাখ টাকা গরু বিক্রি করেন। এছাড়াও তিনি দই, ঘি প্রস্তুত করে বাজারজাত করছেন। আমরা তার সফলতা কামনা করছি।

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার