পুকুরে কৈ মাছ চাষে সফলতা পেতে যা করণীয়

পুকুরে কৈ মাছ চাষে সাফল্য পেতে করণীয় কি কি কাজ রয়েছে তা মৎস্য চাষিদের ভালোভাবে জানতে হবে। সঠিক নিয়ম ও চাষ পদ্ধতি না জানার অনেকেই পুকুরে কৈ মাছ চাষ করে লোকসান করে থাকেন। আসুন আজকে জেনে নিব পুকুরে কৈ মাছ চাষে সাফল্য পেতে করণীয় সম্পর্কে-

 

 

পুকুরে কৈ মাছ চাষে সাফল্য পেতে করণীয়ঃ

১। পুকুরে কৈ মাছ চাষে প্রথম দুই মাস নিয়মিত (প্রতি ১৫ দিন অন্তর ২০-২৫% পানি পরিবর্তন) পানি পরিবর্তন করতে হবে কিন্তু দ্বিতীয় মাসের পর থেকে পানি পরিবর্তন করলে মাছের পেটে ডিম চলে আসবে।

 

 

২। কৈ মাছ চাষের পুকুর ও এর আশপাশে বড় কোন গাছ বা লতাপাতা থাকলে সেগুলো কেটে বা পরিষ্কার করে দিতে হবে। এতে মাছের পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়বে ও পানির পরিবেশ ঠিক থাকবে।

 

 

৩। পুকুরে কৈ মাছ নিয়মিত খাবার খায় কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঠিকমতো খাদ্য না খেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

 

৪। মেঘলা আবহাওয়ায় কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা একেবারে বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত খাদ্যে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে।

 

 

৫। কৈ মাছের পুকুরে পানির গুণাগুণ ঠিক রাখার জন্য নিয়মিত পানির পিএইচ পরীক্ষা করতে হবে। প্রয়োজন হলে কিছুদিন পর পর পুকুরের আংশিক পানি পরিবর্তন করতে হবে। পুকুরের পানি ভালো রাখার জন্য ১৫ দিন পর পর হররা টেনে দিতে হবে।

 

 

৬। প্রতি ১৫ দিনে একবার প্রোবায়োটিক ব্যবহার করলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ও পানির পরিবেশ ভাল থাকবে।

 

 

৭। ক্ষত রোগ থেকে মাছকে মুক্ত রাখতে প্রতি মাসে একবার পুকুরে জিওলাইট অথবা চুন দিতে হবে (শতকে ২০০ গ্রাম)।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার