নতুন জাতের কাশ্মীরি ছাগল, দাম লাখ টাকার উপরে

নীলফামারীতে এখন বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে নতুন জাতের কাশ্মীরি ছাগল। পালন করা নতুন জাতের এই ছাগলের ওজন প্রায় ৮০ কেজি। জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের যুবক রতন প্রাথমিকভাবে এ জাতের ৮টি ছাগল দিয়ে খামার শুরু করেছেন।

 

রতন বলেন, সৈয়দপুরের ঐতিহ্যবাহী ঢেলাপীর হাটে থেকে ২০১৩ সালে ৮০ কেজি ওজনের একটি ছাগল আমার নজর কাড়ে। পরে সে বছরেই নিজের জমানো ৩৮ হাজার টাকা দিয়ে এক মণ ওজনের একটি কাশ্মীরি জাতের ছাগল কিনে আনি। ধীরে ধীরে দেশি জাতের ছাগল বিক্রি করে বাড়াতে থাকি কাশ্মীরি জাতের ছাগল। শখের বশে শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে কাশ্মীরি জাতের ছাগল পালন করছি।

 

 

তিনি জানান, গত বছর কোরবানির ঈদে তিনি ১ লাখ ৬৫ হাজার টাকায় দুটি ছাগল বিক্রি করেছেন। একটি ছাগলের ওজন ছিল ৮২ কেজি এবং আরেকটির ওজন ৭৫ কেজি। ঢাকা থেকে ক্রেতা এসে তার বাড়ি থেকে ছাগল দুটি কিনে নিয়ে যায়। এবার ঈদে বিক্রির জন্য তিনি ৪টি ছাগল পালন করেছেন তিনি।

 

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোজাম্মেল হক বলেন, এ জাতের ছাগলগুলো অনেক বেশি ওজনের হয়। ছাগলগুলোর অসুখ হলে আমরা চিকিৎসা দিয়ে থাকি।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার