ঈদুল আযহা আসতে আর মাত্র কয়েকটা দিন বাকী। এই ঈদে কুরবানি দেয়ার জন্য অনেকেই গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট কেনার কথা ভাবছেন । তাই পশু কেনার আগে কিছু বিষয়ে অবশ্যই জেনে নেওয়া ভালো। তা হচ্ছে- সুস্থ পশু আর পশুর প্রাপ্তিস্থান। তাই আজ সুস্থ পশু চেনার উপায় ও প্রাপ্তিস্থান সম্পর্কে জেনে নিন-
সুস্থ পশু চিনবেন যেভাবে
১. সুস্থ পশুর চোখ উজ্জ্বল ও তুলনামূলক বড় হবে।
২. অবসরে জাবর কাটবে।
৩. কান নাড়াবে, লেজ দিয়ে মাছি তাড়াবে।
৪. বিরক্ত করলে সহজেই রেগে যাবে।
৫. গোবর স্বাভাবিক থাকবে, পাতলা হবে না।
৬. দেখতে প্রাণবন্ত, চামড়া ঝকঝকে দেখাবে।
৭. নাকের ওপরটা ভেজা ভেজা মনে হবে।
৮. খাবার এগিয়ে দিলে জিহ্বা দিয়ে তাড়াতাড়ি টেনে নেবে।
৯. মোটাতাজা করার ওষুধ দিলে শরীরে পানি জমে ফুলে ওঠে।
১০. আঙুল দিয়ে চাপ দিলে অসুস্থ পশুর শরীর দেবে যাবে।
১১. সুস্থ পশুর পানির প্রতি আকর্ষণ বেশি থাকে।
১২. সুস্থ পশুর পাঁজরের হাড়ে উঁচু-নিচু থাকবে।
১৩. আড়াই থেকে তিন বছরের গরু ভালো।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার