ডিজিটাল হাটে কিংবা অনলাইনে গরু কেনার ক্ষেত্রে প্রতারণার শঙ্কায় থাকেন ক্রেতারা। কেননা প্রতি বছরেই অনলাইনে গরু কিনে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। তাই এবছর প্রতারণা থেকে বাঁচার পদ্ধতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্ক্রো পদ্ধতিতে অনলাইনে গরু বেচাকেনা করলে প্রতারণা এড়ানো যাবে।
এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, অনলাইনে গরু কিনে ক্রেতারা যাতে কোনভাবেই প্রতারিত না হন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ক্রেতা গরু কিনবেন কিন্তু বিক্রেতা টাকা সরাসরি পাবে না। এটি বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে গিয়ে জমা হবে।
ক্রেতা যখন নিশ্চিত করবেন যে তিনি গরুটা পেয়েছেন এবং গরু ঠিক আছে তারপরই টাকা ছাড় করবে। এই স্ক্রো পদ্ধতিতে নতুন প্লাটফর্মে কাজে লাগবে। কাজেই গরু কেনার পর সবকিছু ঠিক থাকবে কিনা এই দ্বিধাদ্বন্দ্ব আর থাকবেনা।
উল্লেখ যে, এবারের ঈদুল আযহায় ডিএনসিসি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, গাজীপুর, নারায়নগঞ্জ এবং সাভার থেকেও কেউ চাইলে এই ডিজিটাল হাট থেকে গরু কিনতে পারবেন।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার