তরুণ উদ্যোক্তা সোহেল রানা আম রপ্তানি করে আয় করছেন হাজার ডলার

আম্রপালি আমের পর এবার যুক্তরাজ্যে রপ্তানি হচ্ছে নওগাঁর ‘ব্যানানা ম্যাঙ্গো। আম গুলো রপ্তানি করেছে বরেন্দ্র এগ্রো পার্ক’ এর একটি প্রতিষ্ঠান।

 

 

গত বুধবার বিকেলে তৃতীয় চালানে জেলার সাপাহার উপজেলার ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক’ থেকে ৫০০ কেজি ব্যানানা আম ও ৫০০ কেজি আম্রপালি আম ঢাকার শ্যামপুরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে আমের চালান যুক্তরাজ্যে পৌঁছাবে।

 

 

তরুণ উদ্যোক্তা সোহেল রানা বলেন, বিদেশে রপ্তানির জন্য তাঁর বাগানে এ বছর আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, বারি আম-৪ ও মিয়াজাকি জাতের গাছের আমে ফ্রুট ব্যাগিং করেছেন। কারণ, রোগবালাইমুক্ত আমই বিদেশে যায়। এরইমধ্যে বিভিন্ন দেশ সুইডেন ও ফিনল্যান্ড থেকেও আমরা ডাক পাচ্ছি।

 

 

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবর রহমান বলেন, যে আম দেশের বাজারে দুই হাজার টাকা মণে বিক্রি হচ্ছে, সেই আম রপ্তানিকারকদের কাছে চার থেকে পাঁচ হাজার টাকা মণ দরে বিক্রি করছেন চাষিরা। বাংলাদেশ থেকে তিনিই প্রথম ব্যানানা আম রপ্তানির সুযোগ পেলেন বলে এই কর্মকর্তা জানান।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার