বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে যে জাতের পোনা নির্বাচন করবেন?

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে পোনা নির্বাচন করতে বেশ কিছু বিষয় বিবেচনা করা দরকার। বর্তমান সময়ে মাছ চাষের এ পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ পদ্ধতিতে মাছ চাষে মাছের পোনা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। আজকে চলুন জানবো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে পোনা নির্বাচন সম্পর্কে-

 

 

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে পোনা নির্বাচনঃ

অধিকাংশ মাছ চাষী যে বিষয়টিতে ভুলের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তা হলো মাছের পোনা। কেননা রোগাক্রান্ত বা নিম্নমানের পোনা দিয়ে যেমন মাছ চাষ করা যায়না, তেমনি সেই পোনা থেকে লাভবান হওয়া খুবই কষ্টসাধ্য।

 

 

পোনা ভালো হলে মাছের বৃদ্ধি অনেক ভালো হবে এবং এই মাছ আমাদের আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে। এজন্য পরিচিত হ্যাচারী কিংবা পোনা বিক্রয় কেন্দ্র থেকে পোনা সংগ্রহ করা ভালো। যেসব বৈশিষ্ট্য দেখে ভালো পোনা কিনা বোঝা যাবে-

 

 

১। ভালো মানের মাছের পোনার ত্বক পিচ্ছিল হবে।

 

 

২। ভালো মানেরর মাছের পোনা সুস্থ, চঞ্চল ও উজ্জ্বল হবে।

 

 

৩। মাছের পোনার আঁইশ উজ্জ্বল ও ঝকঝকে হবে।

 

 

৪। মাছের পোনা একই আকারের এবং প্রায় একই ওজনের হবে।

 

 

৫। পোনার শরীর বা পাখনার কাছে কোন দাগ বা ক্ষত থাকবেনা।

 

আধুনিক কৃষি খামার