মাছ চাষে সফল হতে পুকুর প্রস্তুতিতে করণীয় যে কাজগুলো রয়েছে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখতে হবে। পুকুরে মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুকুর প্রস্তুতি ঠিক না থাকলে মাছ চাষে নানা জটিলতা দেখা দিতে পারে। আজকে চলুন জানবো মাছ চাষে সফল হতে পুকুর প্রস্তুতিতে করণীয় সম্পর্কে-
মাছ চাষে সফল হতে পুকুর প্রস্তুতিতে করণীয়ঃ
মাছ চাষে পুকুর প্রস্তুতির উদ্দেশ্য হলো পুকুরের জলীয় পরিবেশ পোনার বাসযোগ্য করে তোলা। মাছের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপকরণাদির নিশ্চিত করাই হলো পুকুর প্রস্তুতি। পুকুরে পোনা মজুদের আগেই পুকুর প্রস্তুত করতে হয়।
মাছ চাষে পুকুর প্রস্তুত যথাযথ হলে-
পানির উর্বরতা স্বাভাবিক থাকে।
পুকুরের/জলাশয়ের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।
পুকুরে/জলাশয়ে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন স্বাভাবিক হয়।
মাছের বৃদ্ধি ও প্রজণন আশানুরুপ হবে।
মাছে রোগবালাই হবে না বা কম হবে।
মাছের ফলন বেশি হবে।
মাছ চাষে পুকুর প্রস্তুতির ধাপগুলো-
পুকুর শুকানো বা সংস্কার।
আগাছা দমন ও পাড় পরিস্কার।
রাক্ষুসে ও অন্যান্য মাছ অপসারণ।
চুন প্রয়োগ।
সার প্রয়োগ
জলজ কীট পতঙ্গ দূরীকরণ।
পুকুর সংস্কারঃ
মাছ চাষে বিশেষ করে চারা পোনা উৎপাদনের পুকুর শুকানো একটি গুরুত্বপূর্ণ কাজ। পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে তাতে বিষাক্ত গ্যাস, ক্ষতিকর রোগজীবাণু ও পোকামাকড় হতে পারে। এজন্য পুকুর শুকিয়ে অতিরিক্ত কাদা উঠিয়ে ফেলতে হবে। পুকুরের পাড় ভাঙ্গা, নালা কাটা বা পাড়ে ইঁদুরের গর্ত বা পাড় নিচু থাকলে পাড় মেরামত করতে হবে এবং জলজ আগাছা পরিস্কার করতে হবে। পুকুরের পানি অন্যত্র সরিয়ে পুকুর শুকাতে হয়। পুকুরের তলা কমপক্ষে ৭ দিন রোদে শুকাতে হয়।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার