খামার হতে ভাল মানের মুরগী পাবার একমাত্র উপায় হল ভাল ব্রুডিং। প্রথম সপ্তাহের আপনি যত বেশী ওজন পাবেন বিক্রির সময় তার দশগুনের কাছাকাছি ওজন পাবেন।
ব্রুডিংয়ের সময় যে ৫ টি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে তা নিন্মে বলা হল:-
১। খাদ্য:- মুরগীকে যত দ্রুত সম্ভব খাবার দিতে হবে। ব্রুডিংয়ের সময় কোন মতেই খাবার গ্যাপ দেয়া যাবে না। যদি গ্যাপ পড়ে তা হলে মুরগী অন্য কিছু খেতে চাইবে এবং লিটার খাবে।
২। তাপমাত্রা নিয়ন্ত্রন:- ব্রুডিংয়ের সময় আদর্শ তাপমাত্রা অবশ্যই দিতে হবে এবং শুকনা লিটার দিতে হবে। তাপ কম বা বেশী হলে মুরগীর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে।
৩। বিশুদ্ধ বাতাস:- মুরগীর ঘরে বায়ু চলাচল কোন মতেই বন্ধ করা যাবে না। অনেকেই ব্রুডিংয়ের সময় চারপাশে বন্ধ করে রাখেন এর ফলে শেডে অক্সিজেন কমে কার্বন-ডাই-অক্সাইড বেডে যায় ফলস্বরূপ মুরগীর বৃ্দ্ধি বাধাগ্রস্ত হয়।
৪। বিশুদ্ধ পানি:- মুরগীকে সবসময় জীবাণুমক্ত বিশুদ্ধ পানি দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনমতেই পানি কম না পরে।
৫। আলো:- মুরগীর খাবার এবং পানি দেখা যায় এমনভাবে আলো দিতে হবে। আলো কম দিলে মুরগী কম চন্ঞল থাকবে এবং কম খাবে। কম খেলে ওজনও কম আসবে। ব্রুডিংয়ের সময় অবশ্যই ২০ লাক্স আলো দিতে হবে সবদিকে।
এসব পরামর্শ বাংলাদেশে বহুল প্রচলিত কব-৫০০ জাতের মুরগীর উদ্ভাবনকারী প্রতিষ্টান কব ভেনট্রেসের দেয়া।
তারা এখানে কোথাও এন্টিবায়োটিক ব্যবহারের কথা উল্লেখ করে নি কারন এটা প্রয়োজন ছাড়া ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
প্রথম সপ্তাহে সর্বাধিক ওজন পেতে উপরের ৫ টি বিষয় মেনে চলার কোন বিকল্প নেই।
তথ্যসূত্রঃ এগ্রি ফারমস ২৪