জেনে নিন দেশি গরু পালনে যেসব খাদ্য প্রদান করতে হব

দেশি গরু পালনে যেসব খাদ্য প্রদান করতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। লাভজনক হওয়ার কারণে আমাদের দেশে এখন অনেকেই গরু পালন করছেন। এদের মধ্যে অনেকেই দেশি গরু পালন করার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। দেশি গরু পালনে লাভবান হওয়ার জন্য খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এ লেখায় আমরা জেনে নিব দেশি গরু পালনে যেসব খাদ্য প্রদান করতে হব সেই সম্পর্কে-

 

 

দেশি গরু পালনে যেসব খাদ্য প্রদান করতে হবেঃ

 

খামারিদের দেশি গরু পালনের জন্য খাদ্য ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হয়। দেশি গরু পালনে পর্যাপ্ত কাঁচা ঘাস,পরিমিত প্রক্রিয়াজাত খড়, দানাদার খাদ্য যেমন- (গমের ভুষি,ভুট্টা ভাঙ্গা,খৈল,মাস কলাই,খেশাড়ী,মটর, কুড়া,ইদ্যাদি) পর্যপ্ত পরিমানে খাওয়াতে হবে। বিশুদ্ধ পানি সর্বরাহ এবং স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিয়মিত কৃমিনাশক চিকিৎসা ও টিকা প্রদানের ব্যবস্থাও একই সাথে করতে হবে।

 

 

দেশি গরুকে যেসব খাদ্য প্রদান করতে হয়ঃ

 

১। শর্করা জাতীয় খাদ্য (ভুট্টা,গম,চালের কুড়া ইত্যাদি)।

 

২। খাদ্য উপকরনে যে সব পুষ্টি উপাদান অধিক পরিমানে থাকে সেগুলো দেওয়া হলো।

 

৩। ভিটামিন জাতীয় খাদ্য (কৃতিম ভিটামিন)।

 

৪। খনিজ জাতীয় খাদ্য (ক্যালশিয়াম ফসফেট,লবন ইত্যাদি)।

 

৫। আমিষ জাতীয় খাদ্য (সয়াবিন মিল,তিলেরখৈল ইত্যাদি)।

 

৬। পর্যাপ্ত পানিঃ দেহ কোষে শতকরা ৬০-৭০ভাগ পানি থাকে।তাই কোন প্রানী খাদ্য না খেলে কিছু দিন বাঁচতে পারে,কিন্তু পানি ছাড়া সামান্য কিছু দিন বাঁচে না। গরুকেও প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানি প্রদান করতে হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার