মাছ চাষে হলুদের ব্যাবহার

মাছ চাষে সাধারণ টোটকা

মাছ শোধনে অনেকেই সরাসরী লবন(লবন পানিতে স্নান) ব্যবহার করেন যার কারণে স্বাভাবিক অবস্থায় মাছ তার স্বাভাবিক চাঞ্চল্য ফিরে পেলেও পরবর্তী বাড়ন্তে কিছু দিনের জন্য তার নিজস্ব বাড়ন্ত হারায়, মাছের শরীরের মিউকাস থাকে না মাছ টাইট হয়ে যায়।এই অবস্থা স্বাভাবিক হতে দিন পনেরো নির্দীষ্ট হারভেস্ট সময় থেকে হারিয়ে যায়।

 

 

অথচ এই শোধন হতে পারে একদম ঘরোয়া পদ্ধতিতে! হলুদের ব্যবহারে,এটা একাধারে জীবাণুনাশক,প্রাকৃতিক এন্টিবায়োটিক আর একভাবে হজম কারক।সাথে ইলেকট্রোলাইটতো থাকছেই।

 

 

প্রতি লিটার পানিতে ৫ গ্রাম মাত্রায় হাড়ি বা ব্যারেল এ পানি নিয়ে পরিমিত হলুদ দিয়ে পানি পাক দিয়ে মাছ ছাড়তে হবে ১ মিনিট রেখে পুকুরে ছেড়ে দিতে হবে।

 

 

আপনার ছাড়া মাছটির হজম ক্রিয়া ঠিক রাখতে বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচাতে এবং প্রাথমিক ধকল কাটিয়ে উঠে প্রথম দিন থেকে বাড়ন্ততে হলুদের জুড়ি নেই।

 

 

“”আসুন শুধু একদিকে উপকার না ভেবে সামগ্রিক ভাবনায় মাছ চাষকে এগিয়ে নিয়ে যাই”

 

তথ্যসূত্রঃ এগ্রি ফারমস ২৪