রাজশাহীতে মাছ চাষ করে কোটিপতি হয়েছেন সোহরাব হোসেন। তিনি রাজশাহী জেলার পবা উপজেলার পারিলা গ্রামের বাসিন্দা। মাছ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এখন তার দেখাদেখি অনেকেই মাছ চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন।
জানা যায়, ১৯৯৪ সালে প্রথম নিজের তিন বিঘা পুকুরে মাছের পোনা ছাড়েন তিনি। এক বছরের মধ্যে ১০ বিঘা জমি লিজ নিয়ে ছাড়েন আরও পোনা। এখন তিনি প্রায় ২৮০ বিঘা জমিতে চাষ করছেন কার্প জাতীয় মাছ। শূন্য হাতে শুরু করে বর্তমানে হয়েছেন কোটি টাকার মালিক। তিনি রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্প, ব্লাডকার্প, সিলভারসহ কার্প জাতীয় নানা ধরনের মাছ চাষ করছেন।
মাছ চাষি সোহরাব হোসেন বলেন, এখন মাছ চাষের খরচ বেড়ে গেছে। সার, খৈল, প্রো-বায়োটিকের দাম আকাশছোঁয়া। প্রতিবিঘা জমিতে মাছ চাষে প্রায় দুই লাখ টাকা খরচ পড়ছে। কোনো সময় লাভ হয় ১০-১৫ শতাংশ, আবার লোকসানও হয়। এক হাজার টাকার সারের বস্তা অনেক সময় ১৭০০ টাকা দিয়ে কিনতে হয়। মাছের দামের ঠিক নাই। অথচ আগে কম খরচে মাছ চাষ করে বেশি লাভ হতো।
পবা উপজেলার মৎস্য অফিসার মোজাম্মেল হক জানান, এ উপজেলার অনেক বেকার যুবক মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এদের মধ্যে সোহরাব হোসেন অন্যতম। আমরা তাকে মাছ চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার