একই জমিতে চাষ হচ্ছে ১৫ জাতের সবজি। মাগুরার আব্দুল ওহাব বিশ্বাস (২৬) নামের এক কলেজ ছাত্র এমনটি চাষ করে এখন স্বাবলম্বীর পথে।
জানা যায়, তার বাড়ির পাশে ইছামতির মাঠে মাত্র ৩০ শতক জমিতে একসাথে একই জমিতে বিটরুট, ব্রকলি, লেটুস, স্কোয়াশ, টমেটো, বাধাকপি, ফুলকপিসহ প্রায় ১৫টিরও বেশি জাতের সবজি চাষ করছে। এরমধ্যে ২ শতক জমিতে চাষ হচ্ছে বিটরুট।
আব্দুল ওহাব জানায়, সে পড়ালেখার পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে সবজি চাষ করে আর্থিকভাবে বেশ স্বাবলম্বী। তার শরীরে স্কিন সমস্যার কারণে ভারতে গেলে সেখানকার ডাক্তার তাকে বিটরুট খাওয়ার পরামর্শ দেয়। বিটরুট খেয়ে তার স্কিন সমস্যা কমতে থাকে। তাই বাড়িতে এসে বিটরুটের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ শুরু করে।
এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগসহ ওই এলাকার দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হান্নান জানায়, আব্দুল ওহাব বিশ্বাস সবজি চাষে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। এজন্য তাকে সার্বিক সহযোগিতা জন্য কৃষি বিভাগ তার পাশে রয়েছে।
আব্দুল ওহাব মাগুরার মহম্মদপুর উপজেলার বিল্বপাড়া গ্রামের তাইজেল বিশ্বাসের ছেলে। সে মাগুরা সরকারি কলেজের অনার্স বিভাগে অধ্যায়নরত।
তথ্যসূত্রঃ সবুজ বাংলাদেশ ২৪