কেমন হবে তেলাপিয়া মাছের খাদ্য তালিকা?

তেলাপিয়া মাছের খাদ্য তালিকা ও মজুদ পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। প্রাকৃতিক উৎসগুলো থেকে অতিমাত্রায় মাছ আহরণের ফলে এখন আর এসব উৎসে তেমন মাছ পাওয়া যায় না।

 

 

তাই মাছের চাহিদা মেটাতে অনেকেই পুকুরে মাছ করছেন। আজকে আমরা জানবো তেলাপিয়া মাছের খাদ্য তালিকা ও মজুদ পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে-

 

 

তেলাপিয়া মাছের খাদ্য তালিকা ও মজুদ পুকুর ব্যবস্থাপনাঃ

তেলাপিয়ার খাদ্য তালিকাঃ

তেলাপিয়া মাছের খাদ্যের শ্রেণী ও মাছের খাদ্য প্রয়োগের দৈনিক হার নিচে দেওয়া হল-

দৈনিক ওজন (গ্রাম) (দেহ ওজনের)

স্টার্টার-১ ২০-২৫ ৮-১০% ৩

স্টার্টার-২ ৫০-১০০ ৬-৮% ৩

স্টার্টার-৩/গ্রোয়ার-১ ১০০-২০০ ৫-৬% ৩

গ্রোয়ার-২ ২০০ এর উপরে

তেলাপিয়ার মজুদ পুকুর ব্যবস্থাপনাঃ

১। পুকুরে মাছ মজুদ করার জন্য সম্পূর্ণ পুকুর ভালোভাবে শুকিয়ে নিতে হবে অথবা বারবার জাল টেনে কিংবা ওষুধ প্রয়োগ করে রাক্ষুসে বা অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে।

 

 

২। এর পরে প্রত্যেক শতকে ১ কেজি চুন, ৫-৭ কেজি গোবর, ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৫০-৭৫ গ্রাম টিএসপি ও ২০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে

 

 

৩। সার দেওয়ার ৫-৭ দিন পর যখন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। এই সময়ে নার্সারি পুকুরে উৎপাদিত ২০ থেকে ২৫ গ্রাম ওজনের পোনা থেকে প্রতি শতকে ২০০ থেকে ২৫০টি হারে পোনা মজুদ করতে হবে।

 

 

৪। মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্যের যাতে কোন অভাব না হয় সেজন্য প্রত্যেক ৭ দিন পরপর শত প্রতি ৪-৫ কেজি গোবর, ২-৩ কেজি মুরগির বিষ্ঠা, ৩৫ গ্রাম ইউরিয়া ও ২০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে।

 

 

৫। তবে পরবর্তীতে খাদ্য প্রয়োগের পরিমান বেড়ে গেলে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে। মাছের গড় ওজন যখন ১০০ গ্রামের বেশি হয় তখন থেকেই দৈনিক ৫% হারে পুকুরের পানি পরিবর্তন করে দিলে ভাল ফলাফল পাওয়া যাবে।

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার