ছাগল বা খাসি মোটাতাজা করন কিভাবে করবেন? পর্ব- ৩

খাসি  ছাগলের খাবার সমাচার :

প্রথমেই বলে নেই ছাগল এর খাবার ব্যবস্থাপনা উপাদান কম বেশি নির্ভর করবে তার বর্তমান স্বাস্থ্যের উপর এবং আপনার আশে পাশে যা পাওয়া যায় তার উপর ভিত্তি করে। এইখানে যাকিছু দেয়া হচ্ছে সব ইন্টারনেট থেকে নেয়া এবং আমার ফার্মে প্রয়োগ করে সুফল পেয়েছি তার উপর ভিত্তি করে। তাছাড়া জাতও উল্লেখ যোগ্য ভূমিকা পালন করে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে।

বাচ্চা জন্মানোর পর থেকে খাসি সেল করা পর্যন্ত কোন কোন বয়সে কতটুকু খাবার প্রয়োজন তার একটা ধারণা দেয়া হচ্ছে।

বাচ্চা : প্রথম ৩ দিন মায়ের শাল দুধ দিতে হবে পরিমান ৩৫০ মিলি দিনে ৩ বার
৪ দিন থেকে ১৪ দিন মায়ের দুধ অথবা মিল্ক রিপ্লেসার ৩৫০মিলি দিনে ৩ বার

১৫ থেকে ৩০ দিন সমপরিমান দুধের সাথে ক্রিপ ফিড এবং গাছের পাতা ( কাটার একদিন পর যাতে একটু শুকনা হয় ) সামান্য পরিমান

৩১ দিন থেকে ৬০ দিন ৪০০ মিলি দুধ ২ বার সাথে ১০০ থেকে ১৫০ গ্রাম ক্রিপ ফিড সাথে পর্যাপ্ত একদিনের শুকনা ঘাস ৫০% ও পাতা ৫০%

৬১ থেকে ৯০ দিন ২০০ মিলি দুধ ২ বার সাথে ২০০ থেকে ৩৫০ গ্রাম ক্রিপ ফিড সাথে পর্যাপ্ত একদিনের শুকনা ঘাস ৫০% ও পাতা ৫০%

ক্রিপ ফিড ফর্মুলা :

১. ভুট্টা ভাঙা ৫০%
২. সয়াবিন খৈল ৪০%

৩. চিটা গুড় ৪%
৪. লবন ১%

৫. চুনাপাথর ৩%
৬. চিলেটেড মিনারেল মিক্স ২% ( চিলেটেড ব্যবহার করা উত্তম )

Percent TDN 69.7%
Percent CP 19.3%

Percent Ca 1.754%
Percent P 0.611%
Ca:P ratio 2:871

বাড়ন্ত ছাগলের খাবার :

১. ভুট্টা ভাঙা ৪৭%
২. সয়াবিন খৈল ৩০%

৩. চিটা গুড় ৭%
৪. গমের ভুষি ১০%
৫. লবন ১%

৬. চুনাপাথর ৩%
৭. চিলেটেড মিনারেল মিক্স ২% ( চিলেটেড ব্যবহার করা উত্তম )

Percent TDN 67.8%
Percent CP 16.9%

Percent Ca 2.075%
Percent P 5.443%
Ca:P ratio 0.381

প্রতিদিন ৩০০ থেকে ৫০০ গ্রাম নির্ভর করে সাইজও জাতের উপর। সাথে ঘাস ৫০% এবং লিগুম বা পাতা ৫০% পর্যাপ্ত পরিমান ( ঘাস ও লিগুম এ প্রচুর ক্যালসিয়াম আছে যা ক্যালসিয়াম ও ফসফরাস অনুপাত ঠিক রাখবে )

লেখক : SR farms