আয়ের অন্যতম একটি উৎস হতে পারে কাগজের খাম তৈরী। খুব অল্প পুঁজিতে গড়তে পারেন একটি ছোট প্রতিষ্ঠান। তাহলে আসুন জেনে নেই কিভাবে কতো টাকা দিয়ে শুরু করবেন এই বিজনেস।
সম্ভাব্য পুঁজি:
২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
বিভিন্ন মাপের ১ হাজার খাম তৈরি করতে খরচ হয় ২০০ থেকে ৮০০ টাকা। বিক্রি হয় ৪০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
যা প্রয়োজন:
কাগজ কাটার মেশিন, কাগজ, আঠা, কাঁচি, লেবেল ইত্যাদি।
প্রস্তুত প্রণালি:
মাপ অনুযায়ী মেশিনের সাহায্যে কাগজ কেটে নিতে হবে। কাগজ ভাঁজ করে আঠা লাগিয়ে খাম তৈরি করা হয়। একজন সুস্থ মানুষ প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার খাম তৈরি করতে পারেন।
বাজারজাতকরণ:
স্টেশনারি দ্রব্য বিক্রি হয়, এমন দোকানে পাইকারি দরে বিক্রি করা যায়। এ ছাড়া স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি অফিসে যোগাযোগের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায়। পচনশীল পণ্য নয় বলে এতে কোনো ঝুঁকি নেই।
যোগ্যতা:
বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে ধৈর্যশীল হওয়া প্রয়োজন।
তথ্যসূত্র: তথ্য আপা প্রকল্প