যারা নতুন গরুর খামার শুরু করতে চান তাদের যা জানতে হবে

অনেকেই নতুন করে গরুর খামার শুরু করার স্বপ্ন দেখছেন মুলত তাদের জন্য আজকেই এই পোস্টটি। গরুর খামার শুরুর আগে নবীন খামারিদের যা জানতে হবে সেগুলো বিষয় ভালোভাবে জেনেই খামার শুরু করা উচিত। তা না হলে খামারে লোকসান হতে পারে। এখন গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হয়ে থাকে। আবার অনেকেই গরুর খামার করে থাকেন। গরুর খামার শুরুর আগে নবীন খামারিদের যা জানতে হবে সেই সম্পর্কে-

 

গরুর খামার শুরুর আগে নবীন খামারিদের যা জানতে হবেঃ

 

১। গরুর খামার শুরু করার আগে পালন করা পশুকে ভালো লাগে কিনা তা বিবেচনা করে দেখতে হবে। শুধুমাত্র লাভের আশায় কখনো খামার শুরু করা যাবে না। এর ফলে খামারে লোকসানও দেখা দিতে পারে।

 

২। খামার যদি দুধ উৎপাদনের জন্য হয় তাহলে ঐ এলাকায় দুধের দাম কেমন, খামারে আশপাশে ঘাস লাগানোর জায়গা আছে কিনা, গরুর খাদ্যের দাম কেমন এসব বিষয় ভালোভাবে জেনে বুঝে খামার শুরু করতে হবে।

 

৩। গরুর খামার শুরুর আগেই প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। কোনভাবেই অন্যের কথায় সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। সব সময় নিজের বুদ্ধি ও বিবেক দিয়ে সব কিছু বিচার করে দেখতে হবে।

 

৪। চুড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে খামার করার মাধ্যমে সফল হয়েছেন এমন কিছু অভিজ্ঞ ও সৎ লোকদের সাথে কথা বলতে হবে। আপনার খামারের পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিতে হবে।

 

৫। গরুর খামার করার স্থানটি খামারের জন্য উপযুক্ত কিনা তা ভেবে দেখতে হবে। এছাড়াও খামারের ভিতরে পালন করার পশুর জন্য সকল ধরণের সুবিধা প্রদান করা যাবে কিনা তা বিবেচনা করে দেখতে হবে।

 

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার